লাকসাম প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক সংগ্রামের প্রতিনিধি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফারুক আল শারাহকে সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো: মিজানুর রশিদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
রোববার (১০ আগস্ট) লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়।
সভাপতি বদিউল আলম সুজনের সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় প্রেস ক্লাবের গঠনতন্ত্র সংশোধনের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, বিগত বছরের হিসাব অনুমোদন ও নতুন কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
এর আগে ১০ মে প্রেসক্লাবের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন তোফায়েল আহমেদ ও কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম, দফতর সম্পাদক চন্দন সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ নুরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক গোলাম মাহবুব ছোবহানী রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবদুল কুদ্দুস, মুজিবুর রহমান দুলাল, এম এস আই জসিম, আরিফুর রহমান স্বপন, ফয়েজুন্নেছা সুমি, জামাল উদ্দিন স্বপন, জাহিদুল ইসলাম, আবদুল মালেক হিরন, জিল্লুর রহমান ও আনোয়ারুল আজীম।
এদিকে আগের সিদ্ধান্ত অনুযায়ী তারা তিনজন আজ যাচাই-বাছাই শেষে সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
সভাপতি বদিউল আলম সুজন বলেন, ‘সবাইকে কমিটিতে রাখতে পারলে ভালো লাগতো।
আমাদের ঐক্যই পারে নিজেদের এগিয়ে নিতে। প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সবার সহযোগিতা কামনা করছি।’