চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের একটি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ এহসান (৪৩) নামে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানা সংলগ্ন এলাকার হাসেম পার্কের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এহসান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বড় ভেওলা ৫নং ওয়ার্ডের সমশুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারজন শ্রমিক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানা এলাকার হাসেম পার্কের ৫ম তলা থেকে এক ভাড়াটিয়ার বাসা পরিবর্তনের মালামাল বহন করছিলেন। এহসানসহ তারা বাসা থেকে মালামালগুলো ট্রাকে উঠাচ্ছিলেন। ট্রাকটি ভবনের গলির ভেতরের রাস্তায় রাখা ছিল। শ্রমিকরা বাসা থেকে মালামালগুলো ট্রাকে তোলার সময় অসাবধানতা বশত ৩৩ হাজার ভোল্টের তারের স্পর্শ করেন এহসান। পরে দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই ইউনুচ বলেন, আমার বড় ভাই এহসানসহ চারজন মিলে হাসেম পার্কে পাঁচ তলায় একটি বাসার মালামাল পরিবর্তনের জন্য আনতে যায়। মালামাল ট্রাকে তোলার সময় আমার ভাই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা: সাজ্জাদ আমিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট একজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যবরণ করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। নিহতের অভিভাবকদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।