নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ প্রায় সাত লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় হাজী সিরাজ মিয়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
হাজী সিরাজ মিয়ার ওই এলাকার ফজুল হকের ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।
ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় বাসার সবাই জেগেছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র ও পিস্তল নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। ডাকাতরা একে একে বাসার সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় ডাকাতরা ঘরে রাখা প্রায় সাত লাখ টাকা এবং প্রায় চার ভরি স্বর্ণালংকার লুট করে নেন।
তিনি আরো জানান, ডাকাতির সময় বাধা দিতে গেলে হাজী সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে মারধর করেন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
এর আগে, পার্শ্ববর্তী আতাদী এলাকায় ডাকাতদল আক্রমণ করার চেষ্টা করলে স্থানীয় জনগণ তা প্রতিহত করেন। এদিকে বুধবার রাতে পাচঁগাও এলাকায় দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



