চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মনু ভূঁইয়াপাড়া সড়কের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্বেচ্ছায় সড়কটির সংস্কার কাজ শুরু করেছে উপজেলা কৃষকদল।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: আশরাফ উদ্দিন।
স্থানীয়রা জানায়, সড়কটি বেশ কয়েক বছর ধরেই খানাখন্দে ভরা ছিল। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ায় হাঁটাচলা থেকে শুরু করে যানবাহন চলাচল সবকিছুতেই দুর্ভোগ পোহাতে হত। বিশেষ করে স্কুলকলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কষ্ট ছিল সীমাহীন।
স্থানীয় ভুক্তভোগী শোয়েব হাসান বলেন বলেন, ‘অনেকদিন ধরে আমরা এই সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে কাজ শুরু হয়েছে দেখে আমরা খুবই খুশি। কাজটি দ্রুত শেষ হলে আমাদের দৈনন্দিন জীবন অনেক সহজ হবে।’
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: আশরাফ উদ্দিন বলেন, ‘মিরসরাইবাসীর কল্যাণে ও এলাকার উন্নয়নে আমি সবসময় কাজ করে যেতে চাই। মায়ানী ইউনিয়নের মনু ভূঁইয়াপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়েছিল। সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি দেখে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় সড়কটির ব্রিক সলিংয়ের কাজ শুরু করেছি। কয়েকদিনের মধ্যে কাজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ।



