পাংশায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিহত মিরাজ শেখ কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে ও সজীব প্রামানিক একই এলাকার সাইদুল প্রামানিকের ছেলে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
পাংশায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী
পাংশায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী |নয়া দিগন্ত

রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সুগন্ধা ফিলিং স্টেশনের পাশে পূর্ব কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ শেখ কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে ও সজীব প্রামানিক একই এলাকার সাইদুল প্রামানিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পৌর শহরের বিষ্ণুপুর এলাকা থেকে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।