সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মো: ইউনুস আলীর স্ত্রী ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো: জিল্লুর রহমানের মা ফজিলাতুন্নেছা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে জেলা শহরের এসডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমার জন্য সকলের কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে।



