সিলেটের জকিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি) -এর বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩৫ লাখ টাকার ১৯টি ভারতীয় গরু-মহিষসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করা হয়েছে।
সোমবার সকালে (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবি সদরের একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য লাইন হতে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫টি গরু, চারটি মহিষ ও একটি পিকআপ আটক করে বিজিবি। আটক গরু, মহিষ ও পিকআপের আনুমানিক বাজার মূল্য চৌত্রিশ লাখ টাকা।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় লোভাছড়া বিওপির একটি আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পিয়াজ ১৩০ কেজি, চিনি ৫০ কেজি এবং একটি মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক লাখ চল্লিশ হাজার নয়শত টাকা।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে দুপুরে নয়া দিগন্তকে জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।



