নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কুমিল্লার দেবিদ্বারে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি হোটেল-রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সাল উদ্দিন।
অভিযানকালে ফ্রিজে পচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষণ করে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারায় তিনটি মামলায় আজগর হোটেল, ছাবরিয়া হোটেল ও কালাম হোটেল-রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানজট সৃষ্টি করার দায়ে ফারহানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৪৭ ধারায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন দেবিদ্বার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: মজিবুর রহমান এবং দেবিদ্বার থানা পুলিশের একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সাল উদ্দিন বলেন, ‘মানুষের জীবন ও জনস্বাস্থ্য রক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পচা বা বাসি খাবার বিক্রি করে জনগণের স্বাস্থ্যঝুঁকি বাড়ানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’



