গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ ও গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ডা: জাফরুল্লাহ চৌধুরীর ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: জাফরুল্লাহ চৌধুরী আর্কাইভসের তত্ত্বাবধায়ক অধ্যাপক মনসুর মুসা, রেজিস্ট্রার মো: ওহিদুজ্জামান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: দেলোয়ার হোসেন, সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের পরিচালক ডা: মো: তারিকুল ইসলাম ও গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান।
বক্তারা বলেন, ডা: জাফরুল্লাহ চৌধুরী বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনে আজীবন কাজ করে গেছেন। শোষণের বিপরীতে দাঁড়ানো এই প্রতিবাদী মানুষ নিজের চেয়ে অন্যের জীবনের উন্নয়নকে সর্বদা গুরুত্ব দিয়েছেন। মানুষের জন্য, সমাজের জন্য যা কল্যাণকর তা বাস্তবায়নে তিনি কারো জন্য অপেক্ষা করেননি, একাই সংগ্রাম করে গেছেন।
গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ডা: জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।



