ঝালকাঠির নলছিটির রানাপাশা ইউনিয়নের এস এম রফিকুল ইসলাম ও তার হাতুরি বাহিনীর জুলুম নির্যাতন থেকে মুক্তি চেয়ে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী সিকদার জুলহাজ লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
এস এম রফিকুল ইসলাম বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক। তিনি এই সাংবাদিকের এই পরিচয় নিয়ে বিগত সরকারের আমলে বিভিন্ন ধরণের দুর্নীতির আশ্রয় নিয়ে একটি ব্রয়লার মুরগীর দোকান থেকে এখন সে কোটিপতি হয়েছে। এখন ভোল পাল্টে সে এলাকায় বিএনপির বড় নেতা সাজার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, এস এম রফিকুল ইসলাম দালালী, ইয়াবা ব্যবসা, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়িত হয়েছেন। রুপাতলী বিএনপির কাউন্সিলর বাবুল মোল্লা হত্যার আসামিসহ তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। বর্তমানে সে এলাকায় এসে আবু তাহেরের বিল্ডিং ঘর ভেঙে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম নামের একটি ক্লাব নির্মাণ করেছেন। এবং তার নিজস্ব কিছু বাহিনী দিয়ে এলাকার মানুষদের ওপর নানা ধরণের সন্ত্রাস চালিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলন চলার সময় ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ নুরুল্লা, ইসলামী আন্দোলনের ফারুক হোসেন মোল্লা, বিএনপির ইউনিয়ন সভাপতি মো: মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক নেছার আলী কামরুল ও উপজেলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোতালেব মোল্লা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও এস এম রফিকুল ইসলাম ও তার হাতুরী বাহিনীর নির্যাতনের শিকার এলাকার ইমাম আনোয়ার হোসেন, শিক্ষক ওয়ালিউল্লাহ, ব্যবসায়ী আবু তাহের, কৃষক হারুন সিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের শহিদুল ইসলাম সিকদার ও ইউনিয়ন যুবদলের সেলিম মোল্লা উপস্থিত ছিলেন।