খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া

‘বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন এক সাহসী নেত্রী। নির্যাতন, কারাবরণ ও নানা প্রতিকূলতার মাঝেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।’

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া |নয়া দিগন্ত

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন এক সাহসী নেত্রী। নির্যাতন, কারাবরণ ও নানা প্রতিকূলতার মাঝেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।’

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার নেতৃত্বই বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান ও জুয়েল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের গণতন্ত্র রক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক ত্যাগ, সাহসিকতা ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপি ও ছাত্রদলের জেলা, পৌরসভা, সদর উপজেলা এবং বিভিন্ন উপজেলা ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।