যশোরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের আরো পাঁচ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত থেকে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল পর্যন্ত সাইবার ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের পর তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মোহাম্মদ আলী।
আটকরা হলেন— সদর উপজেলার আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার মিজানুর রহমান মুকুল, সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য পাকদিয়া গ্রামের হোসেন আলী, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি ও চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, অপরাধীদের ধরতে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে জেলা পুলিশ আরো ১৯ জনকে আটক করে।



