পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার ৮ নম্বর দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে অবস্থিত ‘মেসার্স মোজাম্মেল ট্রেডার্সে’ এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সরকারি নির্ধারিত দামে প্রতি বস্তা টিএসপি সারের মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও ওই প্রতিষ্ঠানটি প্রতি বস্তা ১ হাজার ৮৫০ টাকায় বিক্রি করছিল। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে অনিয়মিতভাবে বিক্রির জন্য ভুক্তভোগী এক কৃষকের কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর দেবীগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন। এ সময় সেনাবাহিনীর একটি দল ও দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।’
এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা বলেন, ‘সরকারি ভর্তুকির সুবিধা যেন ন্যায্যমূল্যে পেতে পারি সেইজন্য নিয়মিত নজরদারি দরকার।’