গাজীপুরে প্রকাশ্য দিবালোকে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে ডাচ বাংলা অ্যাজেন্ট ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে ওই ঘটনা ঘটে। ককটেলের বিকট শব্দে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে।
মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ও স্থানীয়রা জানান, ডাচ বাংলা ব্যাংকের গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস অ্যাজেন্ট ব্যাংকিং শাখা থেকে ২৪ লাখ টাকা ওই ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন অ্যাজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও কর্মচারী সোহরাব।
টাকা ব্যাগে ভরে বিকেল সোয়া ৪টার দিকে একটি মোটরসাইকেলে করে তারা চান্দনা চৌরাস্তা কাঁচা বাজার সংলগ্ন কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা দুই-তিনটি মোটরসাইকেলে অন্তত ছয়জন দুর্বৃত্ত এসে তাদের মোটরসাইকেলটির গতি রোধ করে। দুর্বৃত্তরা টাকার ব্যাগ কেড়ে নিতে চাইলে ম্যানেজার হাবিবুর রহমান ও কর্মচারী সোহরাব বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ওই দুই কর্মচারীকে মারধর করে ২৪ লাখ টাকাসহ ব্যাগ ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা আহত দুই কর্মচারীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ, সম্ভাব্য পালানোর পথ শনাক্ত এবং ছিনতাইকারীদের চিহ্নিত করতে একাধিক টিম একযোগে কাজ শুরু করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: ইসরাইল হাওলাদার বলেন, ‘মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করছে। এগুলো টার্গেটেট ছিনতাই। এ ধরনের দুঃসাহসিক অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সেইসাথে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি, টহল ও গোয়েন্দা কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।’ তিনি নগরবাসীকে আতঙ্কিত না হয়ে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান।



