গোয়ালন্দে জুট মিলে আগুন

মেহেদুল হাসান আক্কাস, গোয়ালন্দ (রাজবাড়ী)

Location :

Rajbari
আগুনে পোড়া গুদামের পাট।
আগুনে পোড়া গুদামের পাট। |নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দে অরিয়েট জুট মিলস লিমিটেডে আগুন লেগে পুড়ে গেছে একটি গুদামের দামের পাট।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন বাংলাদেশ হ্যাচারিজ লিমিটেডের পাশে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে রাজবাড়ীসহ আশপাশের আরো চারটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট স্থানীয়দের সার্বিক সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

স্থানীয় সূত্রে জানায়, আগুনে মিলের একটি পাটের গুদাম দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি গোয়ালন্দ ঘাট থানা পুলিশও অংশ নেয়।

রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শামীম মোল্লা জানায়, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে আনুমানিকভাবে ধারণা করা হচ্ছে ১৩ থেকে ১৫ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।