চট্টগ্রামের আনোয়ারায় গরু চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে করিম উদ্দিন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটনীকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত করিম বাঁশখালী উপজেলার জলদি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালুমিয়ার বাড়ির বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরের দিকে নুর মোহাম্মদের বাড়িতে গরু চোরের একটি দল প্রবেশ করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটকে ফেলে স্থানীয় জনতা। পরে গণপিটুনির ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি করিমের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, চুরির অভিযোগে তাকে গণপিটুনি দেয়া হয়। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



