জয়পুরহাট ছাত্রশিবির জেলা শাখার আয়োজনে জনশক্তি সমাবেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওমর আলী বাবু, জয়পুরহাট

Location :

Joypurhat

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবির জয়পুরহাট জেলার সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

প্রধান অতিথি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- আওয়ামী লীগের সব মামলা তুলে নেয়া হবে। তিনি কি কোনো মামলার বাদি ছিলেন? এসব মামলার বাদি তো শহীদ পরিবারের সদস্যরা। তিনি কীভাবে মামলা তুলে নেয়ার মন্তব্য করেন?’

বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি মহাসচিব এক বক্তব্যে বলেছেন- বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মামলা প্রত্যাহার করে নেব। বিএনপিকে বলতে চাই এদেশ কিন্তু আপনার বাবার না। এ মামলা করেছে শহীদ পরিবারেরা। আপনারা মামলা করেননি। আপনাদের কে দায়িত্ব দিয়েছে মামলা তুলে নেয়ার।’

অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ও ডাকসুর নির্বাচিত এজিএস মহিউদ্দিন খান।

ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের এমপি প্রার্থী ফজলুর রহমান সাইদ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এস এম রশেদুল আলম সবুজ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মানুনুর রশিদ, অ্যাডভোকেট আসলাম হোসাইন, মাওলানা ইমরান হোসাইন, আসাদুল ইসলাম আসাদসহ জেলা ও উপজেলার শিবিরের অন্যান্য নেতারা।