কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মেহেরপুর থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় মিরপুর তালতলা নামক স্থানে ট্রাক, পাখি ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তারা গুরুতর আহত হন।

Location :

Mirpur

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার মিরপুরে গরুবোঝায় ট্রাক, মোটরসাইকেল ও পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের মিরপুর পৌরসভার তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় মিরপুর তালতলা নামক স্থানে ট্রাক, পাখি ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গরু বোঝাই ট্রাক সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাক চালকসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা ও মিরপুর ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে মিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় গরু ব্যবসায়ী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মরহুম আজিজুলের ছেলে আরমানের মৃত্যু হয়। রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল চালক মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে সজীব মৃত্যুবরণ করেন।

সজীব স্থানীয় দিশা এনজিওর পাবনার মুলাডুলি শাখায় কর্মরত ছিলেন, বাড়ি ফেরার পথে সে এই দুর্ঘটনা শিকার হন।

মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।