পাইকগাছায় ২ দিন ধরে নিখোঁজ শিশু সানজিদা

বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে পাইকগাছা পৌরসভার দি রাইজিং স্কুল সংলগ্ন এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা)

Location :

Paikgachha
নিখোঁজ শিশু মোসা: ইফতিয়া সানজিদা
নিখোঁজ শিশু মোসা: ইফতিয়া সানজিদা |নয়া দিগন্ত

খুলনার পাইকগাছায় নিজ স্কুল সংলগ্ন এলাকা থেকে মোসা: ইফতিয়া সানজিদা (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। সে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জীবন রহমান রানার মেয়ে ও পৌর সদরের দি রাইজং সান স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্র জানায়, বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে পাইকগাছা পৌরসভার দি রাইজিং স্কুল সংলগ্ন এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ শিশুর দাদা মো: বজলুর রহমান জানান, আমরা শিশু সানজিদাকে দ্রুত উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। এছাড়া কেউ শিশুটির সন্ধান কিংবা কোনো প্রকার তথ্য পেলে আমার ব্যবহৃত ০১৭০৯-০৯৩৫৪০ নম্বরে ফোন দিয়ে জানানোর জন্য অনুরোধ করছি।

শিশু সাজিদা নিখোঁজের ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাকে উদ্ধারের জন্য তারা স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার এসআই (নিরস্ত্র) মো: আছলাম আলী শেখ সাংবাদিকদের জানান, নিখোঁজ সংক্রান্ত জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।