মাদারগঞ্জে অটোরিকশাচাপায় শিশু নিহত

বাড়ির পাশের রাস্তা দৌড়ে পার হওয়ার সময় একটি চলন্ত অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চাকা শিশুটির বুকের উপর দিয়ে যায়।

Location :

Jamalpur
অটোরিকশাচাপায় শিশু নিহতের ঘটনায় পরিবারের আর্তনাদ
অটোরিকশাচাপায় শিশু নিহতের ঘটনায় পরিবারের আর্তনাদ |নয়া দিগন্ত

জামালপুরের মাদারগঞ্জে অটোরিকশার চাপায় আমির হামজা (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আমির হামজা উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার সামিউল ইসলামের ছেলে। তবে মায়ের সাথে নানার বাড়ি গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকায় থাকতো।

জানা যায়, শিশুটি নানা বাড়ির পাশের রাস্তা দৌড়ে পার হওয়ার সময় একটি চলন্ত অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চাকা শিশুটির বুকের উপর দিয়ে যায়। এতে আমির গুরুতর আঘাত পেলে স্বজনরা প্রাথমিকভাবে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করে। স্বজনরা ওই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, অটোরিকশা চাপায় শিশু নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।