ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদের ব্রিজের রেলিং ভেঙে একটি খাদ্যবোঝাই ট্রাক নদীতে পড়ে ড্রাইভার সোহেল শেখ ও হেলপার মোবারক শেখ নিহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া মহাসড়কের বরদা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সোহেল পাবনা জেলার সদর থানার গজবতি গ্রামের কামাল শেখের ছেলে ও মোবারক তার চাচাতো ভাই জাফর শেখের ছেলে।
নিহতের চাচাতো ভাই হৃদয় শেখ জানান, যশোর থেকে খাদ্যবোঝাই ট্রাক নিয়ে ড্রাইভার সোহেল শেখ পাবনার উদ্দেশে রওনা হন। গভীর রাতে বরদা পুরাতন ব্রিজে পৌঁছালে সম্ভবত ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ড্রাইভার ও হেলপারের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে নিহতদের উদ্ধার করে।
শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



