জুলাই সনদ ভিত্তিক নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
জুলাই সনদ ভিত্তিক নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ
জুলাই সনদ ভিত্তিক নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত জুলাই জাতীয় সনদের স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। এই সনদের ভিত্তি ছাড়া যারা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি অবমাননা করা হবে। তাই অবিলম্বে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে।

তারা আরো বলেন, দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীসহ বেশিভাগ দল পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। কিন্তু বারবার দৃষ্টি আকর্ষণ করার পরও সরকার এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে দেশের মানুষ আজ রাজপথে নেমেছে।

জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা সহকারী সেক্রেটারি ও শহর আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রভাষক ছাদের হোসেন, সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, উপজেলা সেক্রেটারি মাওলানা হামিদুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ এবং ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম।

উল্লেখ্য, সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।