সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী মেধাগুলোকে প্রতিষ্ঠান সমাজ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ফেনীর সোনাগাজী দাগনভুঞা উন্নয়ন পরিষদের সভাপতি ও সোনাগাজী কামিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনে উপদেষ্টা ডা: ফখরুদ্দিন মানিক।
সোমবার (৯ জুন) সকাল ১০টার দিকে সোনাগাজী পৌর অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফেনীর সোনাগাজী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা, পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: ফখরুদ্দিন মানিক।
অনুষ্ঠানে শুভেচছা বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সাংবাদিক মাহমুদুল হাসান ও সদস্য সচিব মাওলানা আবুল কাশেম।
মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থী শাহি নুর হোসেন ও কেফায়েত উল্যাহ জনির সঞ্চালনায় এবং মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা, পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী-দাগনভুঞা উন্নয়ন পরিষদের সভাপতি ও জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ডা: ফখরুদ্দিন মানিক।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার কৃতি শিক্ষার্থী নোয়াখালী আলিয়া মাদ্রাসারসহ অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তরিকুল ইসলাম, মাওলানা মো: মোস্তফা, আল জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা কালিমুল্লাহ, ছাড়াইত কান্দি হোসাইনিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরনবী, সোনাগাজী দাগনভুঞা উন্নয়ন পরিষদের সদস্য মো: মোস্তফা, জুলাই আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে শহীদ বোরহানে ভাই আমানত উল্যাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তরিকুল ইসলাম, আল জামিয়াতুল ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা কালিম উল্যাহ, সোনাগাজী পৌরসভার সাবেক কমিশনার আব্দুল মান্নান, মাওলানা মোয়াজ্জেম হোসেন খাজা নাজিমুদ্দিন বিএসসি, মাস্টার বেলায়েত হোসেন, মাওলানা হোসাইন আহাম্মদ, মাওলানা শিহাব উদ্দিন, প্রফেসার আবু ইউচুপ প্রমুখ।
সংবর্ধনা, পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ইসলামি সংগীতশিল্পীদের আয়োজনে চমৎকার মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসাটি শতবর্ষ শেষ করার মধ্যে দিয়ে হাজার হাজার আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার,আইনজীবী, শিক্ষকসহ অসংখ্য গুণিজন তৈরি করার মধ্যে দিয়ে মাদ্রাসাটি জাতীয় পর্যায়ে অবদান রেখে চলেছে।
উল্লেখ্য, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসা ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একশ’আট বছর শেষ করেছে।