সংখ্যানুপাতে ভোটের কোনো বিধান বা ব্যবস্থা দেশের সংবিধানে নেই : ড. আসাদুজ্জামান

সুতরাং যারা সংখ্যানুপাতে ভোটের কথা বলছেন তারা বাংলাদেশের ভোটের জন্য বড় ধরনের একটি বিপদ ডেকে নিয়ে আসতে চান।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
বক্তব্য রাখেন ড. আসাদুজ্জামান রিপন
বক্তব্য রাখেন ড. আসাদুজ্জামান রিপন |নয়া দিগন্ত

দেশে একটি নির্বাচিত সরকার থাকতে হবে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বিএনপি মনে করে অবিলম্বে দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার না থাকলে দেশে নানাবিধ ষড়যন্ত্রের গন্ধ থাকে। সংখ্যানুপাতে ভোটের কোনো বিধান বা ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নেই। সুতরাং যারা সংখ্যানুপাতে ভোটের কথা বলছেন তারা বাংলাদেশের ভোটের জন্য বড় ধরনের একটি বিপদ ডেকে নিয়ে আসতে চান।’

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ-২ আসনের স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে লৌহজং ঘোড়দৌড় এলাকা থেকে মালিরঅংক বাজার পর্যন্ত নির্বাচনী পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘যদি সংখ্যানুপাতে ভোটের কথা বলে কোনোভাবে নির্বাচন পিছিয়ে যায় তাহলে আমি আশঙ্কা করি, ২০২৬ সালে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। এটা হচ্ছে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র, এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। তারা নির্বাচনকে বিলম্বিত করার মধ্য দিয়ে দেশে আবারো পলাতক স্বৈরাচারকে পুনর্বাসিত করার ধান্দায় রয়েছে। বিএনপি কখনো পলাতক লীগের কোনো সদস্যকে আবার পুনর্বাসিত হতে দেবে না। কারণ তারা ২০২৪ সালে মাত্র ৩৬ দিনে দুই হাজার মানুষ হত্যা, ২০ হাজারের মতো মানুষকে পঙ্গু করেছে। আমরা সেই স্বৈরাচারী ব্যবস্থা কোনোভাবে আর ফিরিয়ে আনতে দিতে পারি না।’

বিএনপির এই নেতা বলেন, ‘মুন্সীগঞ্জ-২ আসনের নির্বাচনী পদযাত্রার মাধ্যমে আমরা দেশে ভোটের রাজনীতি চালু করলাম। গত ১৭ বছর ধরে দেশের মানুষ কোনো ভোট দিতে পারে নাই। দেশের জনগণ তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। তাই আমরা এখন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার চাই। যদি আগামীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে বিএনপিকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে বিএনপির নেতৃত্বে ও তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবো, ইনশাল্লাহ।

তিনি বলেন, ‘আমরা দেশে জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করবো। আমরা দেশে দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করবো। দেশ আর কখনো স্বৈরাচারী শাসন ব্যবস্থায় ফিরে যাবে না। দেশ আর কখনো লুটেরাদের রাজত্বে ফিরে যাবে না।

এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: জাকারিয়া মোল্লা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহ আলম রনি মৃধা, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন নসু, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তপু, শাহ আলম মোল্লা, আমজাদ মাঝি, ইলিয়াস শেখ, শামীম মিরাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।