মাদারীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি আটক

বিষয়টি প্রেস রিলিজে নিশ্চিত করেছে র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

Location :

Madaripur
র‌্যাবের হাতে আটক দুই আসামি
র‌্যাবের হাতে আটক দুই আসামি |সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ঘটনা মামলার দুই আসামিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

আটক দু’জন হলেন শিবচর চর-সামাইল এলাকার খালেক সরদারের ছেলে রানা সরদার (৩২) ও শিবচর কেরানিবাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।

বিষয়টি প্রেস রিলিজে নিশ্চিত করেছে র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে একটি ব্যাংকের সামনে কুপিয়ে হত্যা করা হয় রাকিব মাদবর (২৫) নামে এক শিক্ষার্থীকে। নিহত রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। আসামিদের আটকে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ যৌথভাবে তদন্ত শুরু করে।

র‌্যাব জানিয়েছে, তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা-কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে আসামি রানা ও সিয়ামের উপস্থিতি শনাক্ত করে তারা। পরে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয় হত্যা মামলার দুই আসামিকে।