ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে ইয়াছিন (৫) ও রাহিম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় এ ঘটনা ঘটে।

ইয়াছিন উপজেলার ছোট চন্দ্রাইল এলাকার সুমনের ছেলে ও রাহিম শাকিল হোসেনের ছেলে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাহিম ও ইয়াছিন একসাথে খেলতে বের হয়। সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ১০টার দিকে প্রতিবেশীর একটি ভবনের খোলা সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশু দু’টির লাশ উদ্ধার করা হয়। খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা ওই খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। মৃতদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।