আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি জোটের মনোনয়ন চূড়ান্তের আগেই বিএনপির মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে ক্ষুদ্ধ বিএনপি জোটের শরীক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও তার সমর্থকরা। তবে প্রকাশ্যে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মীর শাহে আলমের পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
জানা যায়, নাগরিক ঐক্যের সভাপতি মান্না এ আসনে বিএনপি জোটের মনোনয়নপ্রত্যাশী। তবে বিএনপি এখনো এ ব্যাপারে কোনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, গত সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে মীর শাহে আলমকে বিজয়ী করার আহ্বান জানান। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।



