গাজীপুরের শ্রীপুরে মুড়ি ভাজার কারখানায় চাউলের বস্তার নিচে চাপা পড়ে নাঈম খান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আল-মদিনা ফুড ইন্ডাস্ট্রিজ (মুড়ি তৈরি) কারখানায় এ ঘটনা ঘটে।
এর আগে শনিবার গভীর রাতে কারখানায় কাজ করার সময় নাঈম চালের বস্তার নিচে চাপা পড়ে বলে তার সহকর্মী শ্রমিকদের দাবি।
নিহত শ্রমিক নাঈম খান ময়মনসিংহের নান্দাইল উপজেলার হারিয়াকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার শ্রমিকরা জানায়, নাঈম রাতে গুদাম থেকে চালের বস্তা বের করছিল। স্তূপ করে রাখা অনেকগুলো চালের বস্তা হঠাৎ করে তার ওপর পড়ে গেলে তিনি নিচে পড়ে যান। পরে সহকর্মী শ্রমিকরা চালের বস্তা সরিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা আরো বলেন, নাঈমকে উদ্ধার করার সময় তার জ্ঞান ছিল না। চালের বস্তা পড়ে তার শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে গেছে।
কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, রাতে এমন ঘটনা ঘটলেও কারখানার লোকজন ভোরে ঘটনাটি তাদের জানায়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে তারা নাঈম খানের লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
এদিকে আল-মদিনা ফুড ইন্ডাস্ট্রিজ (মুড়ি তৈরি) কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হয়নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিকা বলেন, ‘মুড়ি কারখানার শ্রমিক নাঈম খানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’



