বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুরের রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ও সমাজসেবক হাফেজ জাবের আহমেদের ওপর হামলা করেছে একদল সন্ত্রাসী। এ হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিরের বরাতে জানা গেছে, বুধবার (২২ অক্টোবর) রাতে এশার নামাজ আদায় করে হাফেজ জাবের আহমেদ অন্ধকারে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে চার থেকে ছয়জন সন্ত্রাসী এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে হাফেজ জাবেরের চিৎকারের আওয়াজ শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। পরে তারা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর পৌরসভার আমির মোশারফ হোসেন শেখ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এর আগে রাজৈরে সন্ত্রাসীরা এক সাংবাদিকদের ওপর হামলা করে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।



