পাবনার চাটমোহরে নদী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুমানী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নাটোরের গুরুদাসপুর এলাকা থেকে নদীর স্রোতে ৫-৬ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয়ের মেয়ে শিশুর লাশ ভেসে আসে। সন্ধ্যার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া পয়েন্ট থেকে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, লাশটি ৪-৫ দিন আগের হওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। শিশুটির পরনে গোলাপী রংয়ের পায়জামা ও লাল-সবুজ রংয়ের সালোয়ার কামিজ।
চাটমোহর থানা কর্মকর্তা (ওসি) মো: মঞ্জুরুল আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।