হাতিয়ায় প্রকাশ্যে জেলেদের মাছ লুটের অভিযোগ

সোমবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী উত্তর পাড় মাছ ঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
জেলেদের মাছ লুটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা
জেলেদের মাছ লুটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা |নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় প্রকাশ্য দিবালোকে জেলেদের মাছ লুটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা।

আজ সোমবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী উত্তর পাড় মাছ ঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন সূর্যমুখী উত্তর পাড় মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান নান্টু, মৎস্য ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, রাকিব উদ্দিন, খবির উদ্দিন, মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় জেলেরা।

বক্তারা অভিযোগ করেন, তিন দশকের পুরনো এ মৎস্য ঘাটের সাথে প্রায় ১০ হাজারের বেশি ব্যবসায়ী, জেলে ও শ্রমিক মাছ বেচাকেনার সাথে যুক্ত। হঠাৎ একটি গ্রুপ খালের দক্ষিণ পাশে নতুন একটি মাছ ঘাট চালু করে পুরনো বাজারটি বিলুপ্ত করার চেষ্টা চালাচ্ছে। তাদের নিজস্ব নৌকা ও ট্রলার না থাকায় তারা উত্তর পাড়ের দাদনকৃত নৌকা ও ট্রলার থেকে মাছ ছিনিয়ে নিচ্ছে।

জেলেদের অভিযোগ, প্রতিদিন আহসান, রহমত, নিজামসহ কয়েকজন নদী থেকে মাছ নিয়ে উত্তর ঘাটে ফেরার পথে তাদের গতিরোধ করে মাছ ছিনিয়ে নেয়। এ ঘটনায় হাতিয়া থানায় লিখিত অভিযোগ দেয়া হলে পুলিশ দুই দফায় কয়েকটি নৌকার মাছ উদ্ধার করে। তবে অভিযুক্তরা এখনো মাছ লুটের ঘটনা অব্যাহত রেখেছে।

এ বিষয়ে হাতিয়া থানার এসআই মিনহাজুল আবেদীন জানান, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে দেখা গেছে, উত্তর পাড়ের আড়তে মাছ নিয়ে আসার সময় বাধা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের মাছ নিয়ে যেতে সহায়তা করেছে।