গুরুদাসপুর প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে কালের কণ্ঠের প্রতিনিধি এম এম আলী আক্কাছ ও সাধারণ সম্পাদক হিসেবে সমকাল ও এনটিভি অনলাইনের প্রতিনিধি নাজমুল হাসান নির্বাচিত হন।
বুধবার (২৩ জুলাই) বিকেলে চলনবিল প্রেস ক্লাব কার্যালয়ে ১৩তম নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, নির্বাচনে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার এস এম মজিবুর রহমান মজনু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ ও জালাল উদ্দিন শুক্তি।
এদিকে নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আনন্দ টিভির প্রতিনিধি জালাল উদ্দিন।