পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না : দুলু

শুক্রবার (৪ জুলাই) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের উদ্যোগে শ্যামনাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু |নয়া দিগন্ত

বাংলাদেশে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের উদ্যোগে শ্যামনাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নয়, ফেয়ার নির্বাচন হতে হবে।’

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে আপনারা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ভোট দিবেন আর এমপি হবে গোপালগঞ্জে। বাংলাদেশের মানুষ পিআর-টিয়ার বোঝে না, বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’

তিনি প্রশ্ন রাখেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা, আব্দুল আওয়াল গ্রেফতার হলে সিইসি শাসসুল হুদাকে কেন গ্রেফতার করা হবে না।

তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে আমার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি ৫০ হাজার ভোট বেশি পেয়ে জয় লাভ করেছিল কিন্তু তাকে বিজয় ঘোষণা করা হয়নি।’

তিনি সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ ও ফখরুদ্দীন আহমেদের সমালোচনা করে বলেন, ‘তারা তারেক রহমানকে অন্যায়ভাবে নির্যাতন করেছে।’ তিনি তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করার আহবান জানান।

এ জনসভায় আরো উপস্থিত ছিলেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা যুবদলের সভাপতি, নলডাঙ্গা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক সভাপতি এম এ হাফিজসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।