জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, ‘একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মাধ্যমে বর্তমান এ অবস্থার পরিসমাপ্তি ঘটতে পারে। বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলোর ভেতরে সৌহার্দ্যপূর্ণ অবস্থা বজায় রাখতে বার বার মিটিং করা দরকার। এছাড়া পারস্পরিক সম্পর্ক ও জবাবদিহিতার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে সরকারকে সহযোগিতা করতে হবে।’
মঙ্গলবার (১০ জুন) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে চিওড়া, কনকাপৈত ও বাতিসা ইউনিয়ন জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগরী জামায়াত নেতা এম ইউসুফ, শাহজাহান সাজু, আইয়ুব আলী ফরায়েজী, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমির সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, চিওড়া ইউনিয়ন জামায়াত নেতা শাহ নেওয়াজ কাজল, জামায়াত নেতা মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নাইম, জামায়াত নেতা মেজবাহ উদ্দিন, চিওড়া ইউনিয়ন জামায়াতের আমির শাহজালাল টিপু, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান মজুমদার, কনকাপৈত ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোতাহের মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনী দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।
এর আগে আলকরা, গুণবতী ও জগন্নাথদীঘি ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ডা: তাহের ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম।
জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজীর সভাপতিত্বে ও ডা: মঞ্জুর আহমেদ সাকির পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়ো ফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা: লকিয়ত উল্যা, ব্যবসায়ী এম সাদেক, সৈয়দ একরামুল হক হারুন, মেশকাত উদ্দিন সেলিমসহ অন্য দায়িত্বশীলরা।