নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

তাদের নামে সংশ্লিষ্ট থানাগুলোতে নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
নীলফামারীর ম্যাপ
নীলফামারীর ম্যাপ |ফাইল ছবি

নীলফামারীতে বিশেষ অভিযানে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জেলা পুলিশের পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতাররা হলেন নীলফামারী জেলা সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব জর্জ (৪৮), সৈয়দপুর পৌর যুবলীগের সহ-সভাপতি মাহমুদ হাসান (৩৩), যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাদা ইসলাম ওরফে ছটু (৩৫), ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ওরফে মিরাজ (৩০) এবং ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন (৫৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারদের নামে সংশ্লিষ্ট থানাগুলোতে নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।