গলাচিপায় ব্যাবসায়ীদের পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দোকানগুলো রক্ষা করতে গিয়ে ছয়জন আহত হয়েছে।
রোববার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় চরকাজল ইউনিয়নে চরকাজল পুরাতন বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ও চরবিশ্বাস। যা ১০ কিলোমিটার বুড়াগৌরঙ্গ নদী পাড়ি দিয়ে উপজেলা সদর থেকে চরকাজলে যেতে হয়। চরকাজল ইউনিয়ন পরিষদের সামনে গেল রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় সুপাষ ধুপি (৭৫) লন্ডির দোকান থেকে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
রফিকুল ইসলাম মোল্লার (৫৫) বসত ঘরসহ দু’টি, ইব্রাহিম সরদার (৬০) মুদি ও চায়ের দোকান ঘর, জাকির সরদার (৬০) চায়ের দোকান ও সুভাষ ধুপি (৭৫) লন্ড্রি ও সেলুনের দোকান মিলে ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাদের ধারণা। স্থানীয়রা আগুনের টের পেয়ে নিভানোর চেষ্টা চালালে রফিকুল ইসলাম, রাজিব খান, নিত্য দাস, মাসুদ পারভেজ, সজিব খানসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
এ ঘটনায় চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান মোল্লা জানান, আগুনে ব্যবসায়ীদের ভয়াবহ ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্থদের সরকারি সাহায্যে সহযোগিতা করা হবে।