বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

দুর্ঘটনার পর মহাসড়কের ঢকার দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও ট্রাক সরিয়ে নিলে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভটকারের দুই যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহতরা হলেন ফেনি জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (২৩) এবং তার শিশুকন্যা ১০ মাস বয়সী তাজরিয়া কবির। তারা টাঙ্গাইলে একটি বিযের অনুষ্ঠান থেকে ঢাকায় ফিরছিলেন।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বিকেল ৫টার দিকে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা মা ও শিশুকন্যা ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহত হন প্রাইভেটকারের চালকও। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কের ঢকার দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও ট্রাক সরিয়ে নিলে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সারওয়ার জানান, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।