নলছিটি লঞ্চ টার্মিনাল এখন ‘শহীদ ওসমান হাদি লঞ্চ টার্মিনাল’

‘ওসমান হাদির স্মরণে একটি স্থায়ী উদ্যোগ নেয়ার দাবি জানিয়ে আসছিলাম। তার নামে লঞ্চ টার্মিনালের নামকরণ হলে নলছিটিবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

Location :

Jhalokati
‘শহীদ ওসমান হাদি লঞ্চ টার্মিনাল’
‘শহীদ ওসমান হাদি লঞ্চ টার্মিনাল’ |ছবি : নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামে করা হচ্ছে নিজ জন্মভূমি ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার লঞ্চ টার্মিনালের নাম।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটির নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন।

তিনি জানান, শহীদ ওসমান হাদির জন্মস্থান নলছিটিতে। তাই নলছিটি লঞ্চ টার্মিনালের নাম পরিবর্তন করে তার নামে নামকরণ করা হবে।

তিনি আরো জানান, ইতোমধ্যে টার্মিনালের সংস্কার কাজ ও রঙের কাজ চলমান রয়েছে। আগামী রোববারের মধ্যে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এখানে পরিদর্শনে আসবেন।

নলছিটি পৌর শহরের বাসিন্দা শাহাদাৎ হোসেন ফকির বলেন, ওসমান হাদির স্মরণে একটি স্থায়ী উদ্যোগ নেয়ার দাবি জানিয়ে আসছিলাম। তার নামে লঞ্চ টার্মিনালের নামকরণ হলে নলছিটিবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।