চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় লরিচালক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লরি চালকের নাম মো: নুরু মিয়া (৬৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাদনগর থানার নেয়ারামতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক লরিটিকে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে চালক নুরু মিয়া চালকের আসনে আটকা পড়ে যান। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনায় নিহতের বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা হায়াতুন্নবী বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। রডবাহী লরির ভেতর থেকে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল ভূঁইয়া বলেন, ‘চালককে ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তার ডান পা থেঁতলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিহতের খবর নিশ্চিত করে বলেন, চালকের লাশ থানায় রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


