মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা অমি (২১) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টায় মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা ওয়াহেদা অমি মেহেরপুর শহরের কাঁশারী বাজারের আব্দুল ওয়াহেদের মেয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর গ্রামের স্কুলশিক্ষক রাহিনুল ইসলামের সাথে ফারহানা ওয়াহেদা অমির বিয়ে হয়। বুধবার সকালে মোটরসাইকেলে তার স্বামীর সাথে মেহেরপুর শহর থেকে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন তিনি। ভৈরব নদের উপর উজলপুর-ফতেপুর ব্রিজ পার হয়ে সামনের একটি চলন্ত ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এসময় দুজনে পড়ে যান, অমি চলে যায় ট্রাকের চাকার নিচে। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে দিয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।