হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন নিহতের ঘটনায় আব্দুল আলী নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানাধীন ফরিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল আলী শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে।
র্যাব জানায়, গত ফেব্রুয়ারি মাসে শায়েস্তাগঞ্জ থানাধীন দক্ষিণ বড়চর তালুগড়াই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করার সংবাদ পেয়ে ইলিয়াছ মিয়া ও তার চাচাত ভাই মহসিন মিয়া মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে যান। তারা ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে ওঁৎপেতে থাকা অজ্ঞাত পরিচয়ের ৮-১০ জন ডাকাত রামদা ও লৌহার পাইপ দিয়ে তাদের মারধর শুরু করে এবং ইলিয়াছ মিয়ার পকেটে থাকা মোবাইল ও টাকা নিয়ে যায়। পরে সেনা সদস্য ও লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা সেখান থেকে পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও সেনা সদস্যরা ইলিয়াছ মিয়ার কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন এবং মহসিন মিয়াকে খুঁজতে শুরু করেন। রাত আনুমানিক ৩টা ৫০মিনিটে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ পশ্চিমে মহাসড়কের দক্ষিণ পাশে একটি জমিতে মহসিনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা চালিয়ে ডাকাত আব্দুল আলীকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার আসামিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।