ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: হাসান মামুনসহ পটুয়াখালীর চারটি আসনে মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলার নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকী) আসনে মনোনয়নপত্র দাখিল করা নয়জন প্রার্থী হলেন— আলতাফ হোসেন চৌধুরী (বিএনপি), অ্যাডভোকেট নাজমুল আহসান (জামায়াত), আব্দুল ওহাব মিনার (আমার বাংলাদেশ পার্টি), মো: ফিরোজ আলম (মাওলানা আবুল হাসান বুখারী) (ইসলামী আন্দোলন), শহিদুল ইসলাম ফাহিম (গণঅধিকার পরিষদ), গৌতম চন্দ্র শীল (জাতীয় সমাজতান্ত্রিক দল), মোহাম্মদ সাইয়েদুর রহমান (খেলাফত মজলিস), আ: মান্নান হাওলাদার (জাতীয় পার্টি) ও জাকির হোসেন মঞ্জু (স্বতন্ত্র)।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে মনোনয়ন দাখিল করা ছয় প্রার্থী হলেন— মো: সহিদুল ইসলাম তালুকদার (বিএনপি), ড: শফিকুল ইসলাম মাসুদ (জামায়াত), মো: রুহুল আমিন (আমার বাংলাদেশ পার্টি), মালেক হোসেন (ইসলামী আন্দোলন), মোহাম্মদ আইউব (বাংলাদেশ খেলাফত মজলিস) ও মো: হাবিবুর রহমান (গণঅধিকার পরিষদ)।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মনোনয়ন দাখিল করা আট প্রার্থী হলেন— মো: নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ), মো: হাসান মামুন (বিএনপি বিদ্রোহী) অধ্যাপক মুহাম্মদ শাহ আলম (জামায়াত), মাওলানা আবু বকর ছিদ্দিকী (ইসলামী আন্দোলন), মো: শহিদুল ইসলাম ফাহিম (গণঅধিকার পরিষদ), মো: দেলোয়ার হোসাইন (খেলাফত মজলিস) এবং এস এম ফজলুল হক ও মিজানুর রহমান বাবু (স্বতন্ত্র)।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন দাখিল করা পাঁচ প্রার্থী হলেন— এ বি এম মোশাররফ হোসেন (বিএনপি), মো: মোস্তাফিজুর রহমান (ইসলামী আন্দোলন), মুহাম্মদ আব্দুল কাইউম (জামায়াত), ডা: জহির উদ্দিন আহমেদ (খেলাফত মজলিস) ও মো: রবিউল হাসান (গণঅধিকার পরিষদ)



