ভারতে অনুপ্রবেশের অপরাধে রাণীশংকৈল সীমান্তে বিজিবির হাতে আটক ৪

গরুর ঘাস কাটার উদ্দেশ্যে তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এবং ঘাস কেটে ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে বাংলাদেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে।

Location :

Thakurgaon
রাণীশংকৈল সীমান্তে বিজিবির হাতে আটক ৪
রাণীশংকৈল সীমান্তে বিজিবির হাতে আটক ৪ |নয়া দিগন্ত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশীকে আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ৫০ ব্যাটালিয়নের ধর্মগড় বিওপি ক্যাম্পের টহলরত একটি দল সীমান্তের ৩৭৪/১ নম্বর পিলারের বিপরীতে ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- হরিপুর উপজেলার মারাধার গ্রামের ইসমাইল হোসেনের পুত্র ইলিয়াস আলী (৭২), ছইব আলীর ছেলে আঃ রাজ্জাক (৫৫), ওয়াজুল হকের ছেলে কামাল হোসেন (৩৫) এবং দেলোয়ার হোসেনের ছেলে বাদশা মিয়া (৩২)।

আটক ইলিয়াস আলী জানান, ‘গরুর ঘাস কাটার উদ্দেশ্যে তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এবং ঘাস কেটে ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে বাংলাদেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে।’

এ বিষয়ে কর্তব্যরত এএসআই মিজানুল ইসলাম সজীব জানিয়েছেন, ধর্মগড় বিওপি’র নায়েক আজাহারুল ইসলাম ভারতে অনুপ্রবেশের অভিযোগে থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। মামলার প্রস্তুতি চলমান রয়েছে এবং রাতেই মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।