টাঙ্গাইলের কালিহাতীতে কাগুজীপাড়া বাজারে খুচরা পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডে গফুর আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দোকানের ভেতরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দোকানের ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই দোকানের সামনে রাখা পেট্রোলের বোতলে আগুন লেগে তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দোকান থেকে বের হতে না পারায় ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান গফুর আলী। সাথে সাথে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গফুর আলীর পোড়া লাশ উদ্ধার করেন। অগ্নিকাণ্ডে ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



