সুষ্ঠুভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন করতে নীলফামারীতে শিক্ষকদের স্মারকলিপি

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন, কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশ্নপত্র ও উত্তরপত্র নিরাপদে কেন্দ্রে পৌঁছানোর সাথে পরীক্ষা কেন্দ্রে জরুরি স্বাস্থ্য সেবা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
স্মারকলিপি দেন শিক্ষকরা
স্মারকলিপি দেন শিক্ষকরা |নয়া দিগন্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২৫ সুষ্ঠুভাবে আয়োজনসহ ৩ দফা পদক্ষেপের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে নীলফামারীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে নীলফামারী জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

শিক্ষকরা জানায়, আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা সারাদেশে অনুষ্ঠিত হবে। এ বৃত্তি পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি মহল নানা অপচেষ্টা চালাচ্ছে। তাদের অপচেষ্টার দমনে আমরা সরকারকে এসব পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপি দিয়েছি।

পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন, কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশ্নপত্র ও উত্তরপত্র নিরাপদে কেন্দ্রে পৌঁছানোর সাথে পরীক্ষা কেন্দ্রে জরুরি স্বাস্থ্য সেবা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা।

এ সময় অন্যদের মধ্যে প্রধান শিক্ষক হাজ্জাজ বিন হবিবর, জিয়াউর রহমান, লুৎফর নাহার, সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি, সন্তোষ কুমার রায়, সায়ফুল ইসলাম মানিক, আসাদুজ্জামান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।