ফরিদপুরে নসিমনের চাপায় স্কুলছাত্র নিহত

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সদরপুর-কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের বেপারী বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
নিহত হামজা মোল্লা
নিহত হামজা মোল্লা |নয়া দিগন্ত

ফরিদপুরের সদরপুর উপজেলায় নসিমনের চাপায় হামজা মোল্লা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত

হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদরপুর-কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের বেপারী বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামজা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের প্রবাসী মো: শহিদ মোল্লার ছেলে। সে সদরপুরের আটরশী বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বেপারী বাড়ির মোড়ে দোকান থেকে বাড়ির কাজের জন্য রং কিনে মোটরসাইকেলে ফিরছিল হামজা। এ সময় সড়কের উপরে একটি ইজিবাইক ঘুরাতে থাকায় সে দ্রুত বেক চেপে গতি কমানোর চেষ্টা করে। এতে তার মোটরসাইকেলের চাকা স্লিপ করে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে হামজা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম রাব্বানী বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা দেয়ার সময় হামজার মৃত্যু হয়।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।