রাজশাহীতে ড্রেন থেকে যুবকের লাশ উদ্ধার

রোববার সকালে কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
ড্রেন থেকে যুবকের লাশ উদ্ধার
ড্রেন থেকে যুবকের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

রাজশাহীতে ড্রেনের পানিতে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর রাজপাড়া থানাধীন শ্রীরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রোববার সকালে কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।