পঞ্চগড় জেলার সদর উপজেলার একটি আখ ক্ষেত থেকে উদ্ধারকৃত লাশটি পুলিশ কনস্টেবল মো: আখতারুজ্জামানের (৪৬) বলে জানা গেছে। ২৬ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তার বাড়ি যশোরের চৌগাছায়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লাশের পরিচয় শনাক্ত করা হয়। আজ শনিবার বিকেলে নিজ বাড়িতে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
নিহত আখতারুজ্জামান যশোর জেলার চৌগাছা উপজেলার সিংহঝুরী ইউনিয়নের জামালতা গ্রামের মরহুম আনিছুর বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো: বেলাল হোসেন লাশের পরনে থাকা পোশাকের ছবি সংগ্রহ করেন এবং নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির সূত্র ধরে বিভিন্ন থানায় পাঠান। এর ধারাবাহিকতায় শুক্রবার চৌগাছা থানা পুলিশ লাশের ছবি ও পরিহিত পোশাক নিখোঁজ আখতারুজ্জামানের পরিবারের সদস্যদের দেখালে তারা লাশটি শনাক্ত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আখতারুজ্জামান স্ত্রী-সন্তান নিয়ে চৌগাছা পৌর শহরের ইছাপুর বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ২৬ নভেম্বর তিনি পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। পরেরদিন সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। যাওয়ার সময় তিনি তার ব্যবহৃত দু‘টি মোবাইল ফোন বাসায় রেখে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় গত ৩০ নভেম্বর তার স্ত্রী শাহিনা আক্তার সীমা (৩৭) চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিহতের স্ত্রী শাহিনা আক্তার সীমা বলেন, ‘পরিহিত পোশাক ও সাথে থাকা অন্যান্য আলামত দেখে আমরা লাশ শনাক্ত করেছি।’
এর আগে, গত বৃহস্পতিবার পঞ্চগড় উপজেলার সাতমেড়া ইউনিয়নের নয়মাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম বলেন, নিখোঁজ সংক্রান্ত জিডির সূত্র ধরে পরিবারের মাধ্যমে অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া পঞ্চগড় সদর থানা পুলিশ সম্পন্ন করবে।



