বালিয়াকান্দিতে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রার অফিসের প্রবেশপথে উপজেলার সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Baliakandi
বালিয়াকান্দিতে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
বালিয়াকান্দিতে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন |নয়া দিগন্ত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এবং সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ।

রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রার অফিসের প্রবেশপথে উপজেলার সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।

বহরপুর ইউনিয়নের বাসিন্দা এনামুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মিরাজুল ইসলাম মিরাজ, কৃষক গওসেল আজম গহর ও মোহাম্মদ নবিয়াল ফকির।

বক্তারা অভিযোগ করে বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের সময় নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায় করা হয় এবং কয়েকজন দলিল লেখক একটি সিন্ডিকেটের মাধ্যমে এসব দুর্নীতি করে আসছে।

সিন্ডিকেটের অনুমতি ছাড়া জমির রেজিস্ট্রি কার্যক্রম সম্ভব হয় না বলেও তারা অভিযোগ করেন।

তাদের দাবি অবিলম্বে ঘুষ, দুর্নীতি ও এই কথিত সমিতির সিন্ডিকেট বাতিল করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এ বিষয়ে দলিল লেখক সমিতির সদস্য মো: আলিম শেখের মন্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

রাজবাড়ীর জেলা রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মানববন্ধনের বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।’

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনে আমার কাছে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। তবে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’