নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাম মস্তফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক কৃষক আজিজুল হক।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধান কাটার সময় বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে দু’জনই অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মস্তফাকে মৃত ঘোষণা করেন। আফিজুল হক চিকিৎসাধীন, তবে তিনি আশঙ্কামুক্ত।



